ঝালকাঠি সংবাদদাতা : ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান বিন হাদীর শাহাদাতের বিচার দাবিতে নলছিটি শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি নলছিটি ইসলামি ফাজিল মাদ্রাসার ছাত্রজনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নলছিটি শহর প্রকম্পিত হয়ে ওঠে স্লোগানে- “আমরা সবাই হাদী হবো, গুলির মুখে কথা ক’বো।”

মিছিলে শহীদ ওসমান বিন হাদীর ছোট বোন মাকসুমা বিনতে হাদীসহ তাঁর সহপাঠী, শিক্ষক, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলটি নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি ইসলামি ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, শহীদ ওসমান বিন হাদীর আত্মত্যাগ শুধু একটি নাম নয়- এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।