বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর উদ্যোগে “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন পরিকল্পনা ২০২৪-২০২৫ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা সোমবার (৩০ জুন) বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগ থেকে আগত ৫০ জন বিজ্ঞানী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। তিনি বলেন, “জাতীয় শুদ্ধাচার কৌশল শুধু একটি দাফতরিক কর্মসূচি নয়, এটি প্রতিটি সরকারি কর্মকর্তার নৈতিক দায়িত্ব, যা পেশাগত শুদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।” প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান। কর্মশালার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আবদুর রাজ্জাক। এছাড়া অভ্যন্তরীণ দিকনির্দেশনা ও সহায়তায় সহযোগিতা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বি. এম. রশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনে জবাবদিহি ও সততা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল একটি সময়োপযোগী পদক্ষেপ। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ, মূল্যবোধ এবং পেশাগত শুদ্ধতা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা পাবে। উল্লেখ্য, প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসেবায় নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কর্তৃক প্রবর্তিত এ শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কর্মসূচি চলমান রয়েছে এবং এটি জাতীয় উন্নয়ন ও সুশাসনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত।