দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দাউদকান্দি মেঘনা অঞ্চলে পরিবহন খাতে ‘জিবি’ নামের কোনো অবৈধ চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।শনিবার (১৫ নভেম্বর) রাতে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এলাকার বিভিন্ন সিএনজি, বাস ও পরিবহন স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এ নামে টাকা আদায় করে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগে ফেলছিল।তিনি বলেন, সাধারণ মানুষ, চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেআইনি অর্থ উত্তোলন কঠোরভাবে বন্ধ করা হবে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দি মেঘনায় চাঁদাবাজি বন্ধের ঘোষণা ড. মারুফের
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,