লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সম্প্রতি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের মো. লাভলু ম-লের ছেলে সোহেল রানা (২০)-কে ফেন্সিডিল পরিবহনের সময় হাতেনাতে আটক করে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৭১ বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।