বরিশাল-৫ (বরিশাল সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল নগরীর গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন। সোমবার বিকেলে তিনি গীর্জামহল্লা থেকে শুরু করে চকবাজারের সকল দোকান ব্যবসায়ীদের মাঝে গিয়ে ভোটারদের হাতে নির্বাচনী প্রচারসামগ্রী তুলে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

লিফলেটে প্রার্থী তাঁর পরিচয় তুলে ধরে জানান, তিনি যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, নদী ভাঙন রোধ, দুস্থ মানুষের সহায়তা, শিল্প-কারখানা উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, বরিশালের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি ভূমিকা রাখতে চান। স্থানীয় বাসিন্দারা তার হাতে লিফলেট গ্রহণ করেন এবং প্রার্থীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, পেশাজীবি থানা সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মনির তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।