চট্টগ্রামে নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নগরীর হালিশহর এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি তিন দিনের ব্যবধানে জেলায় মোট চারজন করোনায় আক্রান্ত হলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ‘এপিক হেলথ কেয়ার’-এ নমুনা পরীক্ষার মাধ্যমে ওই যুবকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
গত তিন দিনে শনাক্ত হওয়া চারজন আক্রান্তের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে তিনজন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং অপর একজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।
ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে চারজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।”