টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে দপ্তরি কাজী সুমনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দপ্তরি কাজী সুমনকে আটক করেছে বাসাইল থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
কাজী সুমন (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের উদ্দিনের ছেলে। সুমন সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিক্ষার্থীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানাই। সেনাবাহিনী আমাদেরকে জানায়।পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।