ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় নিজ পুকুর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিকে রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকায় গনি মোল্লার পুকুর থেকে আমজেদ ওরফে আঞ্জু মোল্লা (৬০) নামের ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত আঞ্জু মোল্লা গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার। দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। নিহতের স্বজনরা হত্যার আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
ফরিদপুরে পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় নিজ পুকুর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।