ঠাকুরগাঁও সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল ও র্যালি করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড়মাঠ) এসে শেষ হয়।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস প্রমুখ ।

হাটহাজারী : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান এমন একজন ভিশনারী নেতা যিনি সাত সমুদ্র তের নদীর ওপার থেকে একদিকে যেমন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অন্যদিকে সমৃদ্ধ জাতি গঠনে মহাপরিকল্পনা এঁকেজন। তার আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন আমরা আপনাদেরকে একটি নুতন বাংলাদেশ উপহার দিব।

তিনি সম্প্রতি হাটহাজারী সদর বাস স্টেশান চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন। ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণে উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ-২ ( সিরাজগঞ্জ সদর আংশিক ও কামারখন্দ উপজেলা) আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন,গুম খুন হয়েছেন সেই সকল বীর শহীদদের এবং নিপীড়িত নিষ্পেষিত মজলুম মানুষদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের নতুন সংগ্রামের অভিযাত্রা।

সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে জেলা বিএনপির বিজয় মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ এইসব কথা বলেন।

জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন,ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শত শহীদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের পতন হয়েছে,বাংলাদেশকে আর কখনোই আধিপত্যপাতের তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে হেওয়া হবে না,শহীদের রক্তস্নাত রাজপথে যে ফ্যাসিবাদী গণহত্যাকারীর পতন হয়েছে,বাংলাদেশে আর কোন গণহত্যাকারী ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।

মাগুরায় : মাগুরায় ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুস্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৬ ই আগস্ট বুধবার বেলা ১১টায় জেলা বি এন পি’র আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি চৌরঙ্গী মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোড এসে এ বিজয় র্যালি শেষ হয়। বিজয় র্যালিতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের বি এন পি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

শার্শা (যশোর) : যশোরের শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নাভারন বাজারে অনুষ্ঠিত র‌্যালীটি নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে নাভারন শহীদ জাবির সাতক্ষিরা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএন’ির সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।