সিরাজগঞ্জ সংবাদদাতা : নন এমপিওভুক্ত শিক্ষকদের স্বল্পতম সময়ের মধ্যে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানিয়ে তাদের পাশে থেকে শেষদিন পর্যন্ত ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন রফিকুল ইসলাম খান।
২০ এপ্রিল সকাল ১০টায় দারুল ইসলাম মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আরো বলেন, কেন তারা শ্রম দিবে মজুরি পাবে না; এমনটি হতে পারে না।
নন এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের সিরাজগঞ্জ জেলা সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর প্রমুখ।