ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার অন্তর্গত দেশের বৃহত্তম লবন শিল্প জোন ইসলামপুর শিল্প এলাকায় লবণ রপ্তানী শুল্ক আদায়ে বাঁধা দিচ্ছে স্হানীয় চাঁদাবাজ ও দুর্বৃত্তরা। এতে রাজস্ব আদায়ে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গত প্রায় ৪ মাস ধরে এ অবস্থা চলছে।

স্থানীয়রা জানান, উক্ত ইজারা এতদিন স্থানীয় চাঁদাবাজদের একটি পারিবারিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল । কিন্তু গত ১৩ এপ্রিল পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মিলিত সিদ্ধান্ত মোতাবেক উক্ত শুল্ক আদায়ের জন্য উম্মুক্ত ইজারার ঘোষনা দেয়া হয়। এতে ৫ জন সর্বোচ্চ ডাকদাতা উক্ত শুল্ক আদায়ের দায়িত্ব পায়। ডাককৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়। কিন্তু এতে ক্ষুব্ধ হয় আগের পারিবারিক সিন্ডিকেট। তারা বিভিন্ন কলাকৌশল প্রয়োগ ও সন্ত্রাসী লেলিয়ে দিয়ে লবন রপ্তানী শুল্ক আদায়ে ব্যাঘাত সৃষ্টি করে আসছে।

ইজারা গ্রহীতা নূরুল আমিন, রশিদুল ইসলাম ও মনির আহমদ জানান, গত ৩০ এপ্রিল তারা শুল্ক আদায়ের কার্যাদেশ পেলেও এ যাবৎ কোন শুল্ক আদায় করতে পারেননি। ফলে বিগত ৪ মাসে তারা বিপুল অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

অভিযুক্ত ট্রান্সপোর্ট এর ইসলামপুর নাপিতখালী শাখার ম্যানেজার নজরুল ইসলাম অতিরিক্ত আদায়ের অভিযোগ অস্বীকার করলেও অনিয়ম হয়ে থাকতে পারে বলে স্বীকার করেন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে উম্মুক্ত নিলামের মাধ্যমে উক্ত ইজারা প্রদান করা হয়। কিন্তু পতিত ফ্যাসিবাদের পলাতক দোসরগন ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানান চেয়ারম্যান।