মোঃ লাভলু শেখ, লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত পথে ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহত যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায়। শনিবার ২৪ জানুয়ারি বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাশেদুল ইসলাম। এসময় ভারতীয় ৩০ বিএসএফ এর নিউ কুচলিবাড়ি ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম। পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশীকে ফেরত আনার বিষয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।