আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ৯ আগস্ট, এফপিএবি মিলনায়তনে এক শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ প্রভাষক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর দিনাজপুর অঞ্চলের শিক্ষক ফেডারেশনের সদস্য অধ্যাপক আতাউর রহমান ও দিনাজপুর শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাজিবুর রহমান পলাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা অধ্যাপক আ স ম ইব্রাহিম, তৈয়ব আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর শামসুজ্জোহা, প্রফেসর ডক্টর শোয়াইবুর রহমান, সদর উপজেলার উপদেষ্টা অধ্যাপক মেহরাব আলী, অধ্যাপক হাবিবুর রহমান ও প্রভাষক মাওলানা মাসুম তারিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।