টাংগাইল সংবাদদাতা : ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার ) দুপুরে টাংগাইল দারুল উলুম কামিল মাদরাসায় বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শওকত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ দিবসে আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আলোচকগণ। টাংগাইল দারুল উলুম কামিল মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

গাজীপুর

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাজীপুরে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক অভিভাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল-দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ, যা প্রবাসী কর্মীদের দক্ষতা, অবদান ও জাতীয় অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা তুলে ধরে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের সঠিক ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

লালপুর (নাটোর)

জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ”র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান , এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান , উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার মোঃ মুনজুর রহমান, লালপুর থানার ওসি (তদন্ত) মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, মহিলা বিষয়ক অফিসার মোছাঃ শাহিনা খাতুন প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া)

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।

সভাপতির বক্তব্যে সুমাইয়া ফেরদৌস বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন, তেমনি দেশও উপকৃত হবে রেমিট্যান্সের মাধ্যমে।”

আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আঃ আলিম, নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম ডুয়েল, মথুরাপাড়া বি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারাুনুর রশিদ প্রমুখ।