চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, কঠোর অনুশীলন করলে একজন খেলোয়াড় প্রতিভাবান হিসেবে গড়ে উঠবে। তবে প্রতিভা এবং কঠোর পরিশ্রমের সমন্বয় সবচেয়ে ভালো ফল দেয়। কঠোর অনুশীলন দক্ষতা বাড়ায়, শৃঙ্খলা শেখায় এবং মানসিক শক্তি তৈরি করে, যা প্রতিভাকে পরিপূর্ণতা দেয়।

গত বুধবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের যুব শান্তি সংঘ আয়োজিত সোনার মোড়স্থ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নাইট বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিভা অন্বেষণই একমাত্র উপায় যার মাধ্যমে ভবিষ্যৎ ক্রীড়াবিদদের খুঁজে পাওয়া যাবে। যারা পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং দেশের সম্মান বয়ে আনবে। নূরুল ইসলাম বুলবুল বলেন, খেলাধূলা ও মাঠমুখী করতে তরুণ প্রজন্মকে যত সম্পৃক্ত করতে পারা যাবে, তত বেশি তারা আগামী দিনের দেশ ও জাতির জন্য নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবে। উত্তেজনাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়েছে। জয়-পরাজয় স্বাভাবিক। প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিযোগিতা থাকলে জয় পরাজয় থাকবে।

পরে ক্রিকেটে চ্যাম্পিয়ন রবিউল ট্রেডার্স ও ওরা ১১জন রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেণ, এ্যাডভোকেট মোঃ আব্দুল খালিদ, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ক্রীড়া সংগঠক মোঃ আব্দুল হান্নান প্রমুখ। এ টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে।