বিভিন্নস্থানে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের এ সংক্রান্ত খবর।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি আলোচনা সভা ও দিনভর বিভিন্ন সেবা প্রদান। দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা চত্বর সহ কুঠিবাড়ী সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রানক, ভোটার হালনাগাদ করণের সুপারভাইজার তাজুল ইসলাম আব্দুল মতিন প্রমুখ।

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: গত রোববার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় ভোটার দিবস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল অফিসের ডিজিএম আমিনুর রাশেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়েজন করা হয়। গত রোববার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে রর্‌্যালিটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন নিয়ন্ত্রক তকদিন আলী সরকার, খাদ্য অফিসার জাকারিয়া আহমেদ, সমাজসেবা অফিসার তৌকির আহমেদ প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) এ উপলক্ষে র‌্যাল ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রষাশন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত বেলায়েত হোসেন, বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা, জনাব, আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা, আব্দুর রব বুলু, মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা, জুই বেগম, স্মার্ট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এহতেশামুর রহমান, আশরাফুর রহমান প্রমুখ, দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে” সভার পূর্বে এক বনাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদর্শন করে।

গুরুদাসপুর (নাটোর) : এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওসি গোলাম সারওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ ও নতুন ভোটার সামছুুল হুদা। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।