নেত্রকোনা সংবাদদাতা : আলোচনা সভা ও অনুদান বিতরণের মধ্য দিয়ে বুধবার (১৫ অক্টোবর) নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, স্থানীয় এনজিও যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দিবসটির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনাই সাদাছড়ি দিবস উদযাপনের মূল উদ্দেশ্য। যেন সমাজ তাদের কোন দৃষ্টিতে দেখছে, কিভাবে দেখা উচিত, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যায়। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকেও প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণ ব্যক্তির সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। পরিবার, সমাজকে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোনা মোবারক হোসেন উপ-পরিচালক সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি), শামীমা ইয়াসমিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম, কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, কে,এম জামি, হাবিবুর রহমান, সুমন খান।
এছাড়া সভায় প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান চেক এবং ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয়।
নোয়াখালী সংবাদদাতা : অক্টোবর (বুধবার), সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন প্রতিপাদ্যে নোয়াখালীতে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি র্যালী বের করা হয়। র্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু, সমাজসেবা অফিসার মো. জসিম উদ্দিন, নোয়াখালী কোস্টাল কেয়ার (এনসিসি) সাধারণ সম্পাদক এ.এস.এম.নাসিম সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।
ধুনট সংবাদদাতা: সারাদেশে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনটেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে সামাজিক সংগঠন “স্বপ্নসেবা”। বুধবার উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। বিশেষ অতিথী হিসবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী। অন্যান্যের মধ্যে ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার ধুনট প্রতিনিধি রফিকুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক উপস্থিত থেকে সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন। এসময় বক্তাগণ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সামাজিক অধিকার এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা করেন।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্য সাংবাদিক, সমাজকর্মী, বিশেষে চাহিদাসম্পন্ন ব্যাক্তিবর্গ ও স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।