গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। এতে পার্কটি এখন সম্পূর্ণভাবে জিরাফ, ক্যাঙ্গারু ও লেমুর শূন্য হয়ে পড়েছে। শ্রীপুর থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর বিকেল চারটার দিকে আফ্রিকান সাফারিতে থাকা পূর্ণবয়স্ক স্ত্রী জিরাফটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম হায়দার এবং পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মোঃ জুলকার নাইন ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃত জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। তারা জানান, জিরাফটি টিউবারকুলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে জিরাফটি অসুস্থ ছিল। মেডিকেল বোর্ডের বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার বিকেলে সেটি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে পার্কের ভেতরেই দাফন করা হয়। উল্লেখ্য, ২০২২ সালে শেষ ক্যাঙ্গারুটি মারা যাওয়ার পর থেকে ক্যাঙ্গারু বেষ্টনী ফাঁকা পড়ে আছে। চলতি বছরের মার্চে তিনটি আফ্রিকান লেমুর চুরির পর লেমুর বেষ্টনীও এখন শূন্য। একসময় দর্শনার্থীদের প্রাকৃতিক প্রাণীজগৎ উপভোগের অনন্য স্থান হিসেবে পরিচিত সাফারি পার্কটি এখন প্রাণীহীনতা, অব্যবস্থাপনা ও চুরির ঘটনায় বারবার সমালোচনায় পড়ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে বলেন, সাফারি পার্কের প্রাণীগুলোর সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাণীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেবল চাকরিচ্যুতি নয়, কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে।