সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছর পর আমাদের উপর চেপে বসা জবরদল পাথর সড়াতে আমরা সক্ষম হয়েছি। এই পাথর দীর্ঘসময় জোর-পূর্বকভাবে আমাদের স্বাধীনতা হরণ করেছিল। চব্বিশের গণ-অভ্যুত্থানের পড়ে আমরা ভেবে ছিলাম ফ্যাসিবাদ মুক্ত হলাম। কিন্তু সারাদেশে আমরা লক্ষ্য করে দেখছি নতুন ফ্যাসিবাদের আগমনী বার্তা। দেশে নতুন ফ্যাসিবাদের আগমনের জন্য দেশে হাজার হাজার তরুণরা জীবন দেয়নি। এই নতুন ফ্যাসিবাদকে হটাতে হলে আগামী নির্বাচনে কোরআনের পক্ষের প্রার্থীকে বিজয় করতে হবে। শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর, পাকুল্লা এবং জোড়গাছা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, মসজিদে জুম্মার খুতবা প্রদান এবং জোড়গাছা ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার দেশের জনগণ। দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলকে বিজয়ী করে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে, আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার অগ্রিম ম্যাসেজ এবং চব্বিশে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন করার লক্ষ্য। তিনি আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে শহীদ স্বপন পূরণ করতে হবে। সবাই দলমত নির্বিশেষে এদেশে কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার জন্য তিনি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল, সোনাতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ইউসুফ আলী, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আবু তাহের।
জোরগাছা ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যেকালে সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম বলেন, সারা দেশে নতুন ভোটারদের মাঝে গণসংযোগকালে জামায়াতের প্রার্থীর পক্ষে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আসুন নতুন-তরুণ ভোটারদের সাথে আপনারা সহমত পোষণ করে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে ভোট দেয়ার জন্য উপস্থিত জনগণকে তিনি আহবান জানান।