খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মো. বাবুল হোসেনের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। গতকাল রোববার সকাল ৭টায় তিনি নিহতের কয়রা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেও নিজ বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক প্রকাশ করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা সুজাউদ্দিন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর জি এম মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাকিম বিল্লাহ, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে জয়বাংলা মোড়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে কয়রা বাজারের মোমিন মার্কেটের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ ও বাজারে অবস্থিত একটি স্বতন্ত্র ভিভো শোরুমের মালিক মো. বাবুল হোসেন (৩৫) নামের এ মোবাইল ব্যবসায়ী নিহত হন। নিহত বাবুল হোসেন কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও ওজিয়ার মোল্লার ছেলে।