“জনগণের ভোটকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাইলে পিআর পদ্ধতির বিকল্প নেই” উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ভালোবাসার স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগর মজলিসে শূরার বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “আমাদের মূল কাজ হলো জনগণের কাছে যাওয়া, জনগণের ভালোবাসা অর্জনে তাদের পাশে দাঁড়ানো, জনগণের চাহিদার আলোকে আগামীর বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা। দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্নীতির বিপরীতে জামায়াতে ইসলামী সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের পরিচয় দিয়েছে, যা দেশের মানুষকে আশাবাদী করে তুলেছে। এ কারণেই ছাত্র, যুবক থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবার কাছে জামায়াত জনপ্রিয় হয়ে উঠেছে।”

তিনি বলেন, জামায়াত একটি পরামর্শ ভিত্তিক সংগঠন, যা কোরআন ও হাদিসের আলোকে সময়োপযোগী নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়। সংগঠনের নৈতিক অবস্থান দৃঢ় রেখে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণমুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলা আমাদের দায়িত্ব। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব আমাদের কাফেলার মূল ভিত্তি, তাই জনশক্তিকে এমন কোনো কর্ম থেকে বিরত থাকতে হবে যা এই অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। দুনিয়ার লোভ ও প্রদর্শন প্রবণতা থেকে বিরত থেকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হবে।

গাজীপুর মহানগর জামায়াতের আমির, অধ্যাপক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মোঃ হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোঃ ফারুক, কর্মপরিষদ সদস্য আবু সিনা মুহাম্মদ মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য, নজরুল ইসলাম ও নিয়ামত উল্লাহ শাকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।