পবিত্র মাহে রমযান উপলক্ষে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডির আরাবিয়া খেপসা রেস্টুরেন্ট মিলনায়তনে গতকাল শুক্রবার জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শামিম সাঈদীর সভাপতিত্বে ও মারকাযুল মদিনার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ আজহারীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী প্রধান আলোচক ও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা তারিক মুনাওয়ার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আলেমদের জাতীয় ঐক্য আগামী দিনের পথ চলা সুগম করবে, তাছাড়া আলেমরা ঐক্যবদ্ধ হলে আগামীতে এই দেশে কালেমার পতাকা উড়বেই। আল্লামা সাঈদী ইত্তেহাদুল উম্মাহ গঠনের মাধ্যমে ঐক্যের যে প্রচেষ্টা চালিয়েছেন তা ইতিহাস হয়ে থাকবে। তিনি ছিলেন আলেমদের রাহবার, সত্যের সৈনিক, তার জীবনের প্রতিটি কথা ও কাজ আলেমদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসানাত আব্দুল্লাহ, মানারাত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মারজুর মাহমুদ, ইসলাম সমাজ কল্যাণ পরিষদ পিরোজপুরের সভাপতি অধ্যক্ষ তফাজ্জল হোসেন ফরিদ, খুলনা দারুল কুরআন ছিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, মাওলানা শাহ আরিফ বিল্লাহ ছিদ্দিকী, তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, মুফাসসিরে কুরআন মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আযহারি, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী, হজ্ব এসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এর প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদার, সিদ্দীকিয়া জামেয়া মাদানিয়া ট্রাস্টের সেক্রেটারি আনিসুর রহমান আরজু, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য উলামায়ে কেরাম। প্রেসবিজ্ঞপ্তি।