ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ এর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয় শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্দ্যোগে পাড়েরহাট আশ্রায়ন-১ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাড়েরহাট ইউনিয়ন সভাপতি মোঃ মারুফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ সময় বক্তাব্য রাখেন উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওঃ মোঃ আলী হোসেন, জেলা সহ সভাপতি মোঃ গোলাম মোস্তফা মুছা, আব্দুল হাই, ইন্দুরকানী উপজেলা সভাপতি মোঃ মামুন হোসাইন, পাড়েরহাট ইউনিয়নের উপদেষ্টা মাওঃ ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাওঃ আবুল কালাম প্রমুখ। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ আশ্রায়ন-১ ও ২ পরিদর্শণ করেন।