রাজশাহীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান ও রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রাজশাহী জেলার ৭২টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৪ হাজার ১৮৭টি মামলা দায়ের হয়। এর মধ্যে প্রায় ৮০শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। আর এসব মামলায় ক্ষতিপূরণ আদায় হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৬১ টাকা। গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি বেসরকারি সংস্থাগুলো কীভাবে কার্যকর করা যায় তা কর্মশালায় চিহ্নিত করা হয়।