ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য নয়; বরং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে”- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আমরা নিজের আখের গোছানোর জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি আপনাদের পাশে দাড়ানোর জন্য। আপনাদের আর কোন সুবিধাবাদিদের খপ্পড়ে পড়তে হবে না। বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড এর চরেরহাট এলাকায় গনসংযোগ করাকালে তিনি এ সব কথা বলেন।

ওয়ার্ড আমীর মো. মানজারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি লোকমান হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলামী ফারাজী, খালিশপুর থানা আমীর মাওলানা আবদুল্লাহ আল মামুন ও থানা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মেহেবুব মল্লিক, নাসিম মোল্লা, শামীম মোল্লা, জসীম মোল্লা, তুষ্ট, সনজিত দাদা, লিয়াকত আলী, ডা. আলমগীর হোসেন, তরিকুল ইসলাম. আব্দুর রব, আব্দুস সালাম সিনদিদ, ইসলাম দিলশান, মাহমুদ, শুকুর আলী, আল আমিন সানি, আজিজুল ইসলাম প্রমুখ।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, আগমী জাতীয় সংসদ নির্বাচনেও এই দেশের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ্। জনগণ এখন সুষ্ঠু নির্বাচন ও আগামী দিনে ন্যায় ওইসব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন হিসেবে জামায়াতে ইসলামীকে ভোট দিতে মুখিয়ে আছে। তিনি বলেন, “দেশের মানুষ ন্যায়-ইনসাফের পক্ষে ভোট দিতে আগ্রহী। আজকের গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখেই তা বোঝা যাচ্ছে। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।