চট্টগ্রামে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নগরীর হালিশহরে নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় এক যুবকের। মীরসরাইয়ে মেলখুম ঝিরিপথে বেড়াতে গিয়ে পানির প্রবল স্রোতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থী।

চট্টগ্রামে ভারী বর্ষণে ফের নালায় পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু : নগরীতে টানা তুমুল বর্ষণের মধ্যে আবারও নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার আনন্দিপুর এলাকার একটি নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম হুমায়রা আক্তার (বয়স আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ বছর)। সে স্থানীয় একটি কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করত। তার পিতা আব্দুর রহমান একটি ক্যাবল সংযোগ প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কর্মরত।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, শিশুটি নালায় পড়ে নিখোঁজ হওয়ার খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃষ্টির মধ্যে কিছু কিশোর নালার পাশে ফুটবল খেলছিল। খেলার সময় বল নালায় পড়ে গেলে শিশুটি সেটি আনতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় এবং পাশের আরেকটি ড্রেনে আটকে পড়ে। সেখান থেকেই উদ্ধার করা হয় তার নিথর দেহ।

মীরসরাইয়ে পাহাড়ি ঝিরিপথে পানির স্রোতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার : মীরসরাই উপজেলার মেলখুম ঝিরিপথে বেড়াতে গিয়ে পানির প্রবল স্রোতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ওই পাহাড়ি ঝিরি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-আমিনুল ইসলাম (২০) ও ইব্রাহিম হৃদয় (২২)। আমিনুলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামে এবং ইব্রাহিমের বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার ধুনিয়ালাপাড়া এলাকায়। তারা দুজনেই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।