কুমিললার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে ২০২৫ সেশনে এস এস সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮৫ জন কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা দেয়া হয়েছে।

গত শনিবার সকাল ১০টায় আইটি কনভেনশন হলে এই সংর্বধনা দেয়া হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মু.শফিকুল আলম হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ভিসি মু.ড.শহিদুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিকতার পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমে, নিজের বিবেক ও মূল্যবোধের উপর জোর দিতে হবে। এরপর, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং অন্যদের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল হওয়া উচিত। এছাড়াও, সৎ এবং ন্যায়পরায়ণ হওয়া, এবং নিজের কাজের জন্য দায়বদ্ধ থাকা আবশ্যক।

নিজের ভেতরের নৈতিকতা এবং মূল্যবোধকে জাগ্রত করে সৎ এবং ন্যায়পরায়ণ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে। দুর্নীতি একটি ব্যাপক সামাজিক সমস্যা যা ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ এবং অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত। এটি একটি দেশের উন্নয়ন, সুশাসন এবং জনগণের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই একটি দুর্নীতি মুক্ত সমাজ গড়তে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইবনে তাইমিয়া ট্রাস্ট এর সদস্য, মু.রফিকুল ইসলাম আজাদ,ড.মাসুদুল হক চৌধুরী, কলেজ শাখার ইনচার্জ মো: ইউনুছ সরকার।

কলেজ শাখার শিক্ষক অধ্যাপক মো: ইউনুছ মিয়া ভুইয়াঁ ও অধ্যাপক মজিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক মজুমদার, বেলী শাখার ইনচার্জ মাওলানা মোসলেহ উদ্দিন, জবা শাখার ইনচার্জ মো: ইসরাফিল আলম, বকুল শাখার ইনচার্জ মোহাম্মদ কামাল উদ্দিন, শাপলা শাখার ইনচার্জ মু.কামারুজ্জামান সোহেল প্রমুখ।