সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের দ্বীনদার, ঈমানদার, পরহেজগার, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গ্রামে-গঞ্জে গড়ে ওঠা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে সম্পূর্ণ এলাকাবাসীর অর্থায়নে পরিচালিত এসব মাদরাসার অবদান অপরিসীম।

তিনি বলেন, একটি শিশু যখন তার শিক্ষা জীবনের শুরু থেকেই ধর্মীয় শিক্ষার আলোয় আলোকিত হয়, তখন তার অন্তরে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমবোধ স্বাভাবিকভাবেই বিকশিত হয়। ফলে সে কখনো সমাজবিরোধী কর্মকা-ে জড়ায় না। এ কারণেই আগামীতে এসব মাদরাসার সার্বিক উন্নয়নে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

শাহজাহান চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া হেফজখানা ও এতিমখানা পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

হেফজখানা ও এতিমখানার মুহতামিম হাফেজ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন, হাফেজ মাওলানা শামসুল আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। রঙ্গিপাড়া হেফজখানা ও এতিমখানার মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরিদর্শন শেষে আলহাজ্ব শাহজাহান চৌধুরী মাদরাসা ও এতিমখানার সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।