গ্রিসের কোস্টগার্ড এজিয়ান সাগরে পৃথক দুটি ঘটনায় ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তবে একটি ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ফারমাকোনিসি দ্বীপের কাছে ১৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক ছেলে শিশুকে পাওয়া যায়নি। শিশুটির সন্ধানে কোস্টগার্ডের দুটি জাহাজ ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি চলছে। দ্বীপটি তুরস্ক উপকূলের কাছে অবস্থিত। অন্যদিকে, ক্রিট দ্বীপের দক্ষিণে একটি ফোলানো নৌকা থেকে আরও ৩৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের ক্রিটের কালোই লিমেনেস এলাকায় নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।