মাগুরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা শ্রীপুরের দ্বারীয়াপুর ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ ও বিশেষ দ্বায়িত্বশীল সমাবেশ শনিবার রাতে চৌগাছীর “ট” বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর মাওলানা আবু বককার সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ সাইফুল্লাহ ও বর্তমান অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান। ইউনিয়ন সেক্রেটারি মোঃ বাবর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের শ্রীপুর উপজেলা সভাপতি সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লা, বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল হামিদ, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিমসহ অন্যরা। অনুষ্ঠানে ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট ও সেন্টার কমিটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।