রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সিগারেট স্ট্যাম্প জব্দ করার কথা জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। ঢাকা কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় এয়ারফ্রেইট ইউনিটের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। অভিযানে দুটি এয়ারওয়ে বিলের মাধ্যমে বন্ড সুবিধায় ঘোষিত পণ্য হিসেবে আমদানি করা পেপার লেবেল, গাম টেপ ও লেইসের সঙ্গে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি পাওয়া যায়।

কাস্টমস হাউজ বলছে, আটক পণ্য খালাস হয়ে সিগারেট সরবরাহে ব্যবহৃত হলে সরকারের আনুমানিক প্রায় ৯৪ কোটি টাকার রাজস্ব ক্ষতি হত। এ বিষয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাড়ে সাত হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক : এদিকে বিমানবন্দরে ইয়াবা পাচারের সময় দুই নারী যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। আটক দুইজন হলেন রোজিনা (৪০) এবং তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে এবং শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাত হাজার ৫৮০টি ইয়াবা পাওয়ার কথা জানিয়েছে এপিবিএন। পোস্টার লাগানোর সময় ২ তরুণ গ্রেফতার : মতিঝিলে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মতিঝিলের সিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রাতে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ওই দুজন হলেন- আমজাদ হোসেন বুখারি (২২) ও মাহদী হাসান (২২)।

পুলিশ বলছে, মেট্রোরেলের ৬১৭ নম্বর পিলারের গায়ে আমজাদ ও মাহদীসহ সাত-আটজন হিযবুত তাহরীর, উলাইয়াহ বাংলাদেশ এর পোস্টার লাগাচ্ছিলেন। সেসময় দুজনকে হাতেনাতে ধরা হয়। অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে কিছু পোস্টার উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।