পাইকগাছা সংবাদদাতা : শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মরহুম শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত ‘সিরাতুল হুদা ট্রাস্ট’-এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান এবং মরহুম শামসুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান মেজর (অব.) মেসবাহুল ইসলামের সৌজন্যে আজ শুক্রবার সিরাতুল হুদা ট্রাস্টের নিজস্ব মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিবরণ : সিরাতুল হুদা টেস্টের অঙ্গ প্রতিষ্ঠান সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিতরণ কাজে অংশ নেন:
সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। জামায়াতে ইসলামী জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, ও আর.কে.বি.কে কলেজের প্রভাষক আব্দুল মোমিন সানা। পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক, মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূরু আলম সিদ্দিকী, সাংবাদিক ফিরোজ আহমেদ।
সোহেল আহমেদ। শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল মামুন।