জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার গ্রামে গোলজার হোসেন নামের এক কৃষকের করলা ক্ষেত রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক গোলজার হোসেন কাঁটাহার গ্রামের মৃত মোসলেম উদ্দিনের বড় ছেলে সে একজন স্বনামধন্য কৃষি উদ্যোক্তা। তিনি নিজ উদ্যোগে ৩৩ শতক জমিতে করলার চাষ করেছিলেন। ফসলটি প্রায় পূর্ণাঙ্গভাবে ফলন দেওয়ার অবস্থায় ছিল। কিন্তু দুর্বৃত্তরা রাতে এসে সব গাছ উপড়ে ফেলে ক্ষেতটি ধ্বংস করে দেয়। তিনি বলেন “অনেক কষ্ট করে করলার চাষ করেছিলাম। এই ক্ষেত থেকেই আমার পরিবারের জীবিকা চলতো। হঠাৎ করে এমন একটা ঘটনা মেনে নেওয়া খুব কষ্টকর।”

এ বিষয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে। ”কৃষক গোলজার হোসেন ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।