র্যাব ১৩ অভিযান চালিয়ে রংপুর নগরীর মাহিগঞ্জ থানা এলাকা থেকে ১৫৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গতকাল এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন ১নং ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ বাজারে সিহাব বাইকের সামনে চেকপোস্ট পরিচালনা করে আটক আসামীদের ব্যবহৃত ট্রাকের পিছনের বডিতে অবস্থিত তিনটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে ১৫৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ মাদক কারবারী রবিউল ইসলাম (৩০), পিতা-মামুন আকন্দ, মাতা-রহিমা বেগম, সাং-দক্ষিণ কৃষ্ণপুর, ৩নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর এবং মোঃ শাকিল আহমেদ (হৃদয়) (২১), পিতা-আবুল কালাম আজাদ, সাং-প্রানণাথ পাটিকাপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে। আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।