প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আব্দুল করিম (৭৯) বার্ধক্যজনিত কারণে ১৪ ডিসেম্বর দুপুর ২:৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বাদে জোহর পুরাতন রেলস্টেশন চত্বরে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, মহানগরীর শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আকতার সিদ্দিকী, মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, সাবেক পিপি এডভোকেট কফিল উদ্দিন, পুরাতন রেলস্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ নুরী প্রমুখ। মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল করিমের ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতগুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন।