মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বারি প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বারি'র প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন মহাপরিচালক, ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

উদযাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ), ড. আশরাফ উদ্দিন আহমেদ; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং), ড. মো. মাজহারুল আনোয়ার; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র), ড. মো. মঞ্জুরুল কাদির; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র), ড. মো. আলতাফ হোসেন; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র), ড. ফারুক আহমেদসহ বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, বারি উচ্চ বিদ্যালয় ও আনন্দ শিশু কাননের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।