গণঅভ্যুথানে ২৪ শের বিপ্লবের মহা নায়ক শহীদ আবু সাঈদ সহ সকল শহীদ এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে পহেলা জুলাই প্রথম বার্ষিকী পালন উপলক্ষ্যে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ আছর নগরীর একটি মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল টিম সদস্য, রংপুর সদর আসনের নমীনি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার সেক্রেটারী এ কে এম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী, শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগরী শাখার সভাপতি এডভোকেট কাওছার আলী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোস্তাক আহমেদ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফিরোজ আফ্রীদি, মহানগর সেক্রেটারী আনিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, আগামী ৫ই আগষ্টের পুর্বে জুলাই ঘোষণাপত্র প্রদান, অবিলম্বে সকল হত্যাকান্ডের বিচার এবং সকল আহতদের সু চিকিৎসার দাবি জানান।
এদিকে পহেলা জুলাই প্রথম বার্ষীকি পালন উপলক্ষ্যে জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে ২৪ শের বিপ্লবের মহা নায়ক শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করা হয়। জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কবর জিয়ারতের সময় জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, পীরগঞ্জ আসনের নমিনি মাওলানা নুরুল আমীন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।