লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌর এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী এবং ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী গুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী গুলো বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার প্রকৌশলী মো. জুলফিকার হোসেন প্রমুখ। এর আগে শহরের আলিয়া মাদরাসা মাঠে পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার প্রশাসকের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় পৌর এলাকার ৩২০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, তৈল, লবণসহ অন্যান্য সামগ্রী। এছাড়াও বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) পৌরসভার ৪ হাজার ৬শ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। ২৪ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৬ মার্চে সমাপ্ত হবে। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, নিঃসন্দেহে লক্ষ্মীপুর পৌরসভার এটি একটি ভালো উদ্যোগ। আমরা আশা করি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আমাদের সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন। তাহলে আমাদের সমাজের অবহেলিত মানুষগুলো ভালো থাকতে পারবে।