বিত্র রমযান মাস উপলক্ষে জেলা প্রশাসন মুন্সীগঞ্জ এর উদ্যোগে উপজেলা ও জেলা পর্যায়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর অংশ হিসেবে শুদ্ধ কুরআন তেলাওয়াত, আজান, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের জন্য বয়স ও শ্রেণিভিত্তিক ৩টি গ্রুপ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে রোববার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসন ফাতেমা তুল জান্নাত এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের জন্য প্রতি গ্রুপে শ্রেষ্ঠ ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। উপজেলাসমূহ হতে প্রত্যেক ইভেন্টের প্রতি গ্রুপে ১ম স্থান অধিকারী মোট ৭২ জন প্রতিযোগী জেলা পর্যায়ের কঠিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ হন। এই পর্বে জেলা পর্যায়ে ৪ টি ইভেন্টে ৩ টি গ্রুপে চূড়ান্তভাবে মোট ৩৯ জন প্রতিযোগীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ। এছাড়া সহকারি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দসহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ‘গ’ গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেন টংগিবাড়ী উপজেলার মোঃ রকিবুল হাসান। তিনি উপজেলা পর্যায় হতে এই গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। আজান প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে জেলা পর্যায়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেন মোঃ আরিফ বিল্লাহ। তিনি শ্রীনগর উপজেলার সন্তান। হামদ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেন নাবিলা ইসলাম। তিনি সিরাজদিখান উপজেলায় এই গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নাত প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে জেলায় শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেন শ্রীনগর উপজেলার প্রতিযোগী আফিয়া আকতার। হামদ প্রতিযোগিতায়ও তিনি এই গ্রুপে ১ম স্থান অর্জন করেন। এছাড়া সিরাজদিখানের নাইম হাওলাদার ‘গ’ গ্রুপে আজান প্রতিযোগিতায় ২য়, কুরআন তেলাওয়াতে ২য় এবং নাত প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেন। শ্রীনগরের রিফাত হোসাইন ‘খ’ গ্রুপে আজান প্রতিযোগিতায় ১ম ও কুরআন তেলাওয়াতে ৩য় স্থান অর্জন করেন।
গজারিয়া উপজেলার মোঃ জুবায়ের ‘গ’ গ্রুপে আজান প্রতিযোগিতায় ১ম ও কুরআন তেলাওয়াতে ৩য় স্থান অর্জন করেন। শ্রীনগর উপজেলার মো: বায়েজিদ হোসেন ‘গ’ গ্রুপে নাত প্রতিযোগিতায় ১ম ও আজানে ৩য় স্থান অর্জন করেন।
এই উদ্যোগের বিষয়ে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, মূলত পবিত্র রমযান উপলক্ষ্যেই ইসলামি সংস্কৃতির চর্চা ও বিকাশের উদ্দেশ্যে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ কুরআন তেলাওয়াত, আজান ও হামদ-নাত চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে। পুরস্কার শেষে উপস্থিত সকলের হাতে মাহে রমযানের ইফতারি বিতরণ করা হয়।