সিলেট সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ, যেখানে স্বাস্থ্যবিধি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত নয়, সেখানে টাইফয়েড বেশি দেখা যায়। এই রোগ থেকে বাঁচতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। সরকার বিনামূল্যে শিশুদের টিকা দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের শিশুদের টাইফয়েড থেকে রক্ষা করতে হবে।
টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গতকাল মঙ্গলবার নগর ভবনে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশের মতো সিলেট মহানগরীতেও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হবে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার আলী ফরিদ আহমেদ, সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) জনি রঞ্জন দে, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব প্রমুখ।