দশম গ্রেডে বেতনের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সারাদেশে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সব ‘হাসপাতাল শাটডাউন’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন তারা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢামেক হাসপাতালের বহির্বিভাগে এ কর্মবিরতি চলে। এসময় হাসপাতালের জরুরি বিভাগের এক্স-রে ও সিটি স্ক্যান সেবা স্বল্প পরিসরে চললেও বহির্বিভাগের রেডিওলজি বিভাগ বন্ধ রাখা হয়। বন্ধ রাখা হয় রোগীদের বিনামূল্যে দেওয়া ঔষধ সরবরাহ ভবনের গেট (মেডিসিন স্টোর)। সেখানেই ছিল রোগীদের সবচেয়ে বেশি ভিড়।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারবার উত্থাপন করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়– নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশে মন্ত্রণালয় সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।