কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা : কর্ণফুলী উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশন ও বোনানজা ক্লাব। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ ডিসেম্বর (শুক্রবার) কর্ণফুলীর নাসির কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এর আগে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে যেসব রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, তাদের মধ্যেই এসব চশমা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দৃষ্টিজনিত সমস্যায় ভোগা অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও চশমা গ্রহণ করতে পারেন না। এই উদ্যোগ তাদের জন্য একটি বড় সহায়তা হয়ে এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন।