বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন,
“আদর্শ রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত করতে হলে সকল জনশক্তিকে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে ময়দানে কাজ করতে হবে।”
গত রোববার চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত ফটিকছড়ির জামায়াতের রুকন, ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এবং শহিদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ শওকত আলী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, হালিশহর থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, ডা. আব্দুর রহিম, এড. আলমগীর মো. ইউনুস, ইঞ্জিনিয়ার নুরুল আলম, রাশেদুল আজম মঞ্জুর, এজহারুল ইসলাম, ইকবাল বাহার, মো. জাফর, তাওহিদ আলম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।