মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। তাঁর মরহুমা মায়ের পক্ষ থেকে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের একটি দরিদ্র পরিবারকে উপহার হিসেবে প্রদান করা হলো একটি মোটর চালিত সাবমারসিবল টিউবওয়েল।

দীর্ঘদিন ধরে পরিবারটি বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছিল। বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা না থাকায় তাদেরকে প্রতিদিন অন্যের বাড়ি থেকে পানি সংগ্রহ করে আনতে হতো। এ অবস্থার অবসান ঘটাতে মরহুমা মায়ের রেখে যাওয়া সদাকায়ে জারিয়া উদ্দেশ্যে দানযোগ্য নগদ অর্থ থেকেই পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

মায়ের ওসিয়ত অনুযায়ী মৃত্যুর তৃতীয় দিন ফজরের নামাজের পর সালাহউদ্দিন আইউবী নিজে উপস্থিত থেকে টিউবওয়েল ও মোটর হস্তান্তর করেন। এতে সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান, রায়েদ ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। উপস্থিত সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর মানবিক চিন্তাধারার প্রশংসা করেন।

এই উদ্যোগ কেবল একটি পরিবারের পানির সমস্যা সমাধান করেই থেমে থাকেনি, বরং সমাজে সহানুভূতি ও দানের শিক্ষা ছড়িয়ে দিয়েছে।