স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের শিবিরের সাবেক সভাপতি, নিবেদিতপ্রাণ সংগঠক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোহাম্মদ আবু হানিফ খন্দকার আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ সেপ্টেম্বর )ভোর ৬টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।

hali

তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেমে আসে শোকের ছায়া। সকাল থেকেই সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন প্রিয়জনকে শেষ বিদায় জানাতে। দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে সহকর্মী, ছাত্র-শিক্ষক ও অসংখ্য শ্রদ্ধাভক্তরা অশ্রুসিক্ত নয়নে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরবর্তীতে মরহুমকে গাজীপুর মহানগরের জয়দেবপুর দারুস সালাম কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জীবনের স্বর্ণালী দিনগুলো কাটিয়েছিলেন এই মাদ্রাসা প্রাঙ্গণে। তাই নিজের ওসিয়ত মোতাবেক তাকে এখানেই চিরনিদ্রায় শায়িত করা হলো।

মোহাম্মদ আবু হানিফ খন্দকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের শিবিরের সাবেক সভাপতি, জামায়াতের রোকন এবং গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানার ৩৫ নম্বর ওয়ার্ড খাইলকুর এলাকার কৃতী সন্তান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, বৃদ্ধা মা, ভাই ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করে বলেন, “আবু হানিফ খন্দকার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মেধাবী কর্মকর্তা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।” একইসাথে গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মোঃ ফারুক, নায়েবে আমির মোঃ খাইরুল হাসান, জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর সদর মেট্রো থানা জামাতের আমির সালাহ উদ্দিন আইউবী,ইসলামী ছাত্রশিবিরদের গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, শ্রমিক কল্যাণের মহানগর সেক্রেটারি ফারদিন হাসান হাসিব, গাজীপুর সদর মেট্র থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

এক অমলিন স্মৃতি, অকৃত্রিম ভালোবাসা আর অনন্য দৃষ্টান্ত রেখে মোহাম্মদ আবু হানিফ খন্দকার বিদায় নিলেন পৃথিবীর মায়া থেকে, রেখে গেলেন শূন্যতা আর অসংখ্য হৃদয়ের বেদনা।