মাগুরা সংবাদদাতা : মাগুরায় ৪টি চোরাই মোটর সাইকেল ও একটি ইজিবাইকসহ ৮জন আন্তজেলা চোর চক্রের সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাগুরা সদর থানা প্রাঙ্গনে এক সাংবাদিক প্রেসব্রিিিফং এ মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা একথা জানান। পুলিশ সুপার বলেন, মাগুরা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে মাগুরার বাইরে বিভিন্ন জেলায় অভিয়ার চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল, একটি চোরাই ইজিবাইক সহ আন্তজেলা চোর চক্রের ৮ সদস্য কে গ্রেফতার করেছে। এরা হলেন আবু হানিফ, সজিব শেখ, নূর মহম্মদ, মনোয়ার শেখ, রাব্বি শিকদার, আসিফ মল্লিক, রবিউল, আলিম হোসেন। এদের সকলের বাড়ি মাগুরার বাইরের পার্শ¦বর্তী জেলায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে। সাংবাদিক সন্মেলনে এই সময় মাগুরা সদর থানার অফিসার্স ইন চার্জ মো: আইয়ুব আলী সহ সণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরায় ৫টি চোরাই মোটরসাইকেল ইজিবাইকসহ আন্তজেলা চোরচক্রের ৮ সদস্য আটক
মাগুরায় ৪টি চোরাই মোটর সাইকেল ও একটি ইজিবাইকসহ ৮জন আন্তজেলা চোর চক্রের সদস্যকে আটক করেছে মাগুরা পুলিশ।