বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দৈনিক সংগ্রামের বিজ্ঞাপন রিপ্রেজেনটিটিভ মুনিরুজ্জামান মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার দুলালপুর দুলালপুর ফাজিল মাদরাসা মাঠে সবশেষ জানাযার নামাজ শেষে মোল্লা বাড়ীর পারিবারিক কবরস্থানে দেশের বিশিষ্ট এই ব্যক্তিকে দাফন করা হয়। দাফনের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো: মুনিরুজ্জামান মোল্লাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালামিয়া), শিবপুর উপজেলা মুকিযোদ্ধা কাউন্সিলের সদস্য সচিব নঈমউদ্দিন মেম্বার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তাফিজুর রহমান (কাউসার), জামায়াত ইসলামী নরসিংদী জেলা শূরা সদস্য মো: জাফর উল্লাহ খান প্রমুখ। জানাযা পর্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান মোল্লাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
উল্লেখ্য, গত রোববার বিকালে রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।