সিরাজগঞ্জের প্রবীণ রুকন জামায়াত নেতা মাওলানা আব্দুল গাফফারের জানাজা পূর্ব সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উল্লাপাড়ার গণমানুষের নেতা জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন মরহুম আব্দুল গাফফার সিরাজগঞ্জের ইসলামী আন্দোলনের প্রথম পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তিনি বুধবার রাত ১০.৩০টায় ইন্তেকাল করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি সলঙ্গা থানার ভরমোহনি দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়েখ ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা আমির ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম, জেলা নায়েবে আমির সিরাজগঞ্জ-৫ (বেলকুচী-চৌহালী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলী আলম, জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা আমির সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম প্রমুখ।
জনাব রফিকুল ইসলাম খান মরহুম আব্দুল গাফফারে জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি সত্যিকার ঈমানী জযবা নিয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজে নিয়োজিত রেখেছিলেন। আল্লাহ যেন তার প্রচেষ্টা কবুল করেন এবং তার জীবনের গুনাহসমূহ মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবর কবুল করেন। অতঃপর মরহুমের ওসিয়ত অনুযায়ী জনাব আলী আলম তার জানাজায় ইমামতি করেন।