দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম ব্যস্ততম স্থান কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর মোড়। এখানকার যাত্রীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে। ব্রিজের উপরে এবং সিঁড়ির প্রবেশমুখে অবৈধভাবে দোকানপাট বসানোর ফলে এটি বর্তমানে একটি ‘মিনি মার্কেটে’ রূপ নিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী ও সাধারণ যাত্রীরা।সরেজমিনে দেখা যায়, গৌরীপুর ফুটওভার ব্রিজের দুপাশের রেলিং ঘেঁষে এবং চলাচলের পথের ওপর সারিবদ্ধভাবে বসানো হয়েছে কাপড়, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের দোকান। এমনকি ব্রিজটিতে ওঠার সিঁড়ির প্রবেশমুখগুলোতেও পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ফলে ব্যস্ততম এই সময়ে পথচারীদের পায়ে হেঁটে পারাপার হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় ঠেলে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
গ্রাম-গঞ্জ-শহর
ফুটওভার ব্রিজ দখল করে হকারদের ব্যবসা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম ব্যস্ততম স্থান কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর মোড়। এখানকার যাত্রীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি এখন হকারদের দখলে।