গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ইউনিয়নের পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাইকা হাফিজিয়া মাদরাসায় শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. সামিউল্লাহ (সলিল)।
আরও উপস্থিত ছিলেন পাইকা ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বাকি আকন্দ, গোপালপুর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ফেরদৌস মিয়া, পাইকা ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি হারেচ আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।